মুহাম্মাদ জাফর আহমদ - ইস্টার্ন হাউজিং, পল্লবী, ঢাকা
১৫২২. প্রশ্ন
প্রাইজ বন্ডের ড্র হওয়ার পর যে প্রাইজ দেওয়া হয় তা গ্রহণ করা জায়েয হবে কি না? একটি বিখ্যাত ইসলামী ম্যাগাজিনের বক্তব্য হল, তা গ্রহণ করা জায়েয। এ ব্যাপারে সঠিক সমাধান চাচ্ছি
উত্তর
ম্যাগাজিনের প্রশ্নোক্ত বক্তব্যটি সঠিক নয়; প্রাইজ বন্ডের পুরষ্কার সুস্পষ্ট সুদ। এতে সরকারকে ঋণ দিয়ে পুরষ্কারের নামে অতিরিক্ত টাকা গ্রহণ করা হয়, যা সম্পূর্ণ হারাম। তাছাড়া এতে জুয়ার সাদৃশ্যও রয়েছে। তাই পুরষ্কার গ্রহণ করা তো হারাম বটেই, এমনকি পুরষ্কারের আশায় প্রাইজ বন্ড খরীদ করাও নাজায়েয।
-সহীহ বুখারী ১/৫৩৮; সুনানে ইবনে মাজাহ ২/৮১৩; ফয়যুল কাদীর ৫/৩৮; বুহুস ফী কাযায়া ফিকহিয়্যা মুআছারাহ ২/২৩৩; আদ্দুররুল মুখতার ৫/১৬৬