মুহাম্মাদ কামাল উদ্দীন - ট্রাংক রোড, ফেনী
১৫২১. প্রশ্ন
একটি হোটেলে আমার প্রায় সময় খাওয়া-নাস্তার প্রয়োজন হয়। ঐ হোটেলের বয়কে কিছু বখশিশ এজন্যই দিই, যাতে আমি হোটেলে গেলে দ্রুত খাবারের ব্যবস্থা করে দেয়। কিন্তু দেখা যাচ্ছে, একই মূল্যমানের খাবার অন্যদের তুলনায় আমাকে বেশি দেয়। জানতে চাই, এ রকম অতিরিক্ত খাবার খাওয়া বৈধ হবে কি না?
উত্তর
হোটেল পরিচালক কর্তৃক নির্ধারিত মূল্যের বিনিময়ে যে পরিমাণ খাবার সাধারণত দেওয়ার কথা, হোটেল বয় যদি মালিকের অনুমতি ব্যতীত এর অতিরিক্ত সরবরাহ করে তবে তা গ্রহণ করা বৈধ হবে না এবং বখশিশের কারণে হোটেল বয় এমনটি করলে ঐ বখশিশ উৎকোচের শামিল হয়ে নাজায়েয হবে।