মুহাররম ১৪৩০ || জানুয়ারী ২০০৯

মুহাম্মাদ আবু সায়েম - মুহাম্মাদপুর, ঢাকা

১৫১১. প্রশ্ন

আমার নানা গত রমজানের শেষ দশ দিন ইতিকাফ করেন। কিন্তু অসুস্থতার কারণে শেষ তিন দিন রোযা রাখতে পারেননি। এখন জানার বিষয় হল, তার উক্ত ইতিকাফ সহীহ হয়েছে কি না?

উত্তর

সুন্নত ইতিকাফের জন্য রোযা রাখা শর্ত। সুতরাং সুন্নত ইতিকাফ শুরু করার পর কোনো ওজরেও যদি রোযা না রাখে তবে তা আর সুন্নত ইতিকাফ থাকবে না। নফল ইতিকাফে পরিণত হয়ে যাবে। তাই আপনার নানার ঐ ইতিকাফ নফল ইতিকাফ হয়েছে।

-ফাতাওয়া হিন্দিয়া ১/২১১; রদ্দুল মুহতার ২/৪৪২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন