মুহাম্মাদ দেলোয়ার হোসেন - ট্রাংক রোড, ফেনী
১৫০৯. প্রশ্ন
আমার কাপড়ের দোকানের পাশে একটি ইলেকট্রিক দোকান আছে। এ দোকানে নগদ টাকায় ইলেকট্রিক সামগ্রী ক্রয় করলে ১০% মূল্য ছাড় দেওয়া হয়। কিন্তু বাকিতে ক্রয় করলে কোনো ছাড় নেই। তাই আমার পরিচিত কেউ অধিক পরিমাণে ইলেকট্রিক সামগ্রী ক্রয় করতে আসলে আমার থেকে টাকা ধার নিয়ে নগদে কিনে নেয়। নগদে ক্রয় করার কারণে সে যে পরিমাণ লাভবান হয়েছে তা থেকে আমিও কিছু নেই। কিন্তু ইতোমধ্যে আমার এক বন্ধুর নিকট শুনতে পেলাম, এটা নেওয়া নাকি সুদ। বাস্তবে কি তাই? শরীয়তের আলোকে জানাবেন।
উত্তর
ঋণ প্রদান করে গ্রহীতা থেকে যে কোনোভাবে অতিরিক্ত কিছু নেওয়া সুস্পষ্ট সুদ। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে ঋণ গ্রহীতা যে ছাড় পেয়ে থাকে এর কিছু অংশ গ্রহণ করাও আপনার জন্য হারাম হবে। কেননা, এটাও ঋণের বিনিময়ে মুনাফা গ্রহণের শামিল।
-তাফসীরে মাযহারী ১/১৯৯; আহকামুল কুরআন জাসসাস ১/৪৬৫; বাদায়েউস সানায়ে ৬/৫১৮; আলমুহীতুল বুরহানী ১০/৩৪৯; ফাতাওয়া হিন্দিয়া ৩/২৬৪; আদ্দুররুল মুখতার ৫/১৬৫