মুহাম্মাদ রাশেদ - ডিবি রোড, চৌমুহনী
১৫০৫. প্রশ্ন
গত বছর কুরবানীর ঈদের পর আমার পান দোকানের বাক্সের সাথে ঠেস লাগানো একটি সাইকেল পাওয়া গেছে। কিন্তু এ দীর্ঘ সময়ে অনেক খোঁজাখুজির পরও সাইকেলের মালিকের সন্ধান পাওয়া যায়নি। সাইকেলটি ব্যবহার না করার কারণে মরিচা পড়ে যাচ্ছে। এখন এ বিষয়ে কী করণীয়? শরীয়তের আলোকে জানালে কৃতজ্ঞ হব।
উত্তর
প্রশ্নোক্ত অবস্থায় সাইকেলটির মালিকের সন্ধান পাওয়ার সম্ভাবনা না থাকলে তা কোনো গরীবকে দিয়ে দিতে পারেন। আর যদি আপনি নিজে সদকা গ্রহণের উপযুক্ত দরিদ্র হন তাহলে সাইকেলটি আপনি নিজেও ব্যবহার করতে পারবেন।
-সহীহ বুখারী ১/৩২৮; উমদাতুল কারী ১২/২৬৭; বাদায়েউস সানায়ে ৫/২৯৭; ফাতাওয়া তাতারখানিয়া ৫/৫৯০; রদ্দুল মুহতার ৪/২৭৮; মাজমাউল আনহুর ২/৫২৫