মুহম্মাদ রমজান মিয়া - চাঁদপুর
১৫০২. প্রশ্ন
সিজারে বাচ্চা হলে মহিলার নামাযের কী হুকুম হবে? উক্ত অবস্থায় মহিলার উপর নেফাসের হুকুম আরোপিত হবে?
উত্তর
হাঁ, সিজারে বাচ্চা হওয়ার পর মহিলার স্রাব জারি হলে তার উপর নেফাসের হুকুম আরোপিত হবে। কিন্তু স্রাব দেখা না গেলে নেফাসের হুকুম বর্তাবে না।
-ফাতাওয়া হিন্দিয়া ১/৩৭; হাশিয়াতুত্তাহতাবী আলাল মারাকী পৃ. ৭৫; ফাতহুল বারী ১/২১৪