মুহাম্মাদ রাসেল আহমদ - ঢাকা
১৪৯৪. প্রশ্ন
আমাদের এলাকার জামে মসজিদে পূর্ণ দশদিন ইতিকাফে বসার জন্য কেউ প্রস্ত্তত হয়নি। অবশ্য তিনজন মিলে ভাগ করে থাকতে চেয়েছে। জানতে চাই, এতে কি সুন্নাত ইতিকাফ আদায় হবে? এবং এলাকাবাসী সুন্নাত ইতিকাফের দায়িত্ব থেকে মুক্ত হতে পারবে?
উত্তর
না, এভাবে কারো সুন্নত ইতিকাফ আদায় হবে না এবং এলাকাবাসী সুন্নত ইতিকাফের দায়িত্ব থেকে মুক্ত হবে না। কারণ সুন্নত ইতিকাফের জন্য একজন হলেও রমযানের শেষের পুরো দশদিন ইতিকাফ করতে হবে। তিনজন ভাগ করে দশদিন অবস্থান করলে কারো সুন্নত ইতিকাফ আদায় হবে না; সেটা নফল ইতিকাফ বলে গণ্য হবে।
-ফাতহুল কাদীর ২/৩০৫; আলবাহরুর রায়েক ২/২৯৯; হাশিয়াতুত্তাহতাবি আলাল মারাকি পৃ. ৩৮২; রদ্দুল মুহতার ২/৪৪৫