জুমাদাল আখিরাহ ১৪৩০ || জুন ২০০৯

মুহাম্মাদ আবরার - খুলনা

১৬৮০. প্রশ্ন

আমি মাগরিবের নামাযে ইমামের পিছনে ইকতিদা করি। দ্বিতীয় রাকাআতে রুকুতে যাওয়ার পর আমার সন্দেহ হয় যে, আমি তাকবীরে তাহরীমা করেছি কি করিনি? দীর্ঘক্ষণ চিন্তা-ভাবনার পরও আমি নিশ্চিত হতে পারিনি এবং এই সংশয়ের মাঝেই নামায শেষ করি।

জানার বিষয় এই যে, আমার নামায কি শুদ্ধ হয়েছে? শুদ্ধ না হলে এখন আমার কী করণীয়?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে এ সংশয় যদি আপনার জীবনে এই প্রথমবার হয়ে থাকে তাহলে নামাযটি পুনরায় পড়ে নেওয়া জরুরি। আর যদি এ ধরনের সংশয়ের ঘটনা আরো ঘটে থাকে তাহলে নামাযটি আদায় হয়ে গেছে বলে ধর্তব্য হবে। এক্ষেত্রে তা পুনরায় পড়তে হবে না।

উল্লেখ্য, নামায শুরু করার সময় মনোযোগের সাথে তা শুরু করতে হবে। এরপর আর কোনো সন্দেহ করা বাঞ্ছনীয় নয়; বরং যথারীতি নামায পড়ে যেতে হবে।

-আলবাহরুর রায়েক ২/১০৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩১; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭২; মারাকিল ফালাহ পৃ. ২৬০; ফাতাওয়া খানিয়া ১/১২১; ফাতাওয়া বাযযাযিয়া ১/৬৩; ফাতহুল কাদীর ১/৪৪৩-৪৫২; আলমুহীতুল বুরহানী ২/৩১৬; আদ্দুররুল মুখতার ২/৯৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন