মিসেস মরিয়ম - ১৮/১৬ পল্লবী, ঢাকা
১৬৭৯. প্রশ্ন
দুপুর একটা। মুআযযিন যোহরের আযান দিচ্ছেন। আমি রান্নায় ব্যস্ত। আযানের ধ্বনি কানে আসামাত্র আমি স্থির করলাম যে, রান্না শেষ করেই নামায আদায় করব ইনশআল্লাহ। তড়িঘড়ি রান্না শেষ করে অযু-গোসল করে নামাযের সকল প্রস্ত্ততি সম্পন্ন করি। ইতিমধ্যে মাসিক শুরু হয়ে যায়। জানার বিষয় এই যে, আমার ঐ দিনের যোহরের নামায কাযা করতে হবে কি না?
উত্তর
না। প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে ঐ দিনের যোহরের নামায কাযা করতে হবে না। কারণ নামাযের ওয়াক্ত থাকাবস্থায় স্রাব শুরু হয়েছে।
-মুসান্নাফ আবদুর রাযযাক ১/৩৩৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮; খুলাসাতুল ফাতাওয়া ১/২৩২; ফাতাওয়া তাতারখানিয়া ১/৩৩৫; ফাতহুল কাদীর ১/১৫২; রদ্দুল মুহতার ১/২৯১