মুহাররাম ১৪৩২ || ডিসেম্বর ২০১০

শরীফ আহমদ - মিরপুর, ঢাকা

২০৮১. প্রশ্ন

মুরগী জবাই করার সময় আল্লাহু আকবার বলা এবং উত্তর-দক্ষিণ দিকে দাঁড়ানো জরুরি কি না? এই শর্ত না মানলে মুরগী খাওয়া যাবে কি?


উত্তর

পশু-পাখি যবাইয়ের সময় যবাইকারীর জন্য আল্লাহ তাআলার নাম বলা  জরুরি। হাদীস শরীফে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার কথা উল্লেখ আছে। যদি যবাইয়ের সময় ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলার নাম না বলে তাহলে উক্ত পশু খাওয়া জায়েয হবে না।

-সূরা আনআম : ১২১সহীহ বুখারী ২/৮২৭ইলাউস সুনান ১৭/৫৮রদ্দুল মুহতার ৬/৩০১ফাতাওয়া হিন্দিয়া ৫/২৮৫ফাতহুল কাদীর ৮/৪০৯

আর জবাইয়ের সময় পশুর মাথা কিবলামুখী করে বাম কাতে শোয়ানো মুস্তাহাবজরুরি নয়। অবশ্য ডান কাতে শোয়ালেও জবাই সহীহ হয়ে যাবে। জবাইকারীর কিবলামুখী হওয়া সুন্নত। জবাই সহীহ হওয়ার জন্য এটিও শর্ত নয়।

-শরহু মুসলিম,নববী ১৩/১২১তাকমিলা ফাতহুল মুলহিম ৩/৫৬৩বাযলুল মাজহূদ ১৩/১৪;বাদায়েউস সানায়ে ৪/১৮৮মাজমাউল আনহুর ৪/১৫৯আননুতাফ ফিল ফাতাওয়া ১৪৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন