জুমাদাল আখিরাহ ১৪৩০ || জুন ২০০৯

মুহাম্মাদ আবদুদ দাইয়্যান - পল্লবী, ঢাকা

১৬৬৪. প্রশ্ন

নবজাতকের কানে আযান দেওয়ার পদ্ধতি কী? এই আযানও কি নামাযের আযানের মতোই হবে? এক ব্যক্তি বলেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলা লাগে না। তার বক্তব্য কি ঠিক? জানালে উপকৃত হব।

উত্তর

না। ঐ ব্যক্তির কথা ঠিক নয়। নবজাতকের কানে যে আযান দেওয়া হয় তাতেও হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলতে হয়। তবে এই আযান নামাযের আযানের মতো উচ্চস্বরে দিবে না; বরং স্বাভাবিক আওয়াজে দিবে। ডান কানে আযান আর বাম কানে ইকামত দিবে।

-জামে তিরমিযী ১/২৭৮; তুহফাতুল আহওয়াযী ৫/৮৯; তাকরীরাতে রাফেয়ী ১/৪৫; ইলাউস সুনান ১৭/১২৩; রদ্দুল মুহতার ১/৩৮৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন