রবিউল আখির ১৪৪০ || জানুয়ারি ২০১৯

মুনীরুল ইসলাম - সিরাজগঞ্জ

৪৬৮৩. প্রশ্ন

আমি কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ফ্যাকাল্টির ডিন অফিসে চাকরি করি। আমার নিয়মিত অফিস ডিউটির বাইরে ডিন স্যার আমাকে অতিরিক্ত একটি প্রজেক্টের দায়িত্ব দিয়েছেন। এর জন্য আমাকে অতিরিক্ত কোনো ভাতা দেওয়া হবে না।

আর এ প্রজেক্টটি বাস্তবায়ন করতে যে পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এরচেকম খরচে কাজটি করা সম্ভব; কাজের কোনো ত্রুটি ছাড়াই। অর্থাৎ শ্রমিকদের পারিশ্রমিক দরদাম করে কিছুটা কমিয়ে টাকা বাঁচানো সম্ভব।

আমি জানতে চাচ্ছি, বেঁচে যাওয়া টাকাগুলো আমার জন্য নেওয়া বৈধ হবে কি না?

উল্লেখ্য, এ প্রজেক্টের তদারকী করা আমার নিয়মিত অফিস ডিউটির অতিরিক্ত ডিউটি। অথচ আমি নিয়মিত বেতনের অতিরিক্ত কোনো ভাতা পাব না। তাই আমি অতিরিক্ত কাজের ভাতা হিসাবে বেঁচে যাওয়া টাকাগুলো নিতে চাচ্ছি। এতে কোনো অসুবিধা আছে কি না? দয়া করে জানাবেন।

উত্তর

আপনি যেহেতু ঐ অফিসেরই একজন কার্মচারী। ডিন সাহেব আপনাকে ঐ প্রকল্পের দায়িত্ব দিয়েছেন তাই প্রকল্পের কোনো টাকা বেঁচে গেলে তা আপনার রেখে দেওয়া জায়েয হবে না। প্রকল্প বাস্তবায়নের পর যা বাঁচবে কর্তৃপক্ষকে তা ফেরত দিতে হবে।

উল্লেখ্য যে, আপনার বক্তব্য অনুযায়ী এ প্রকল্পের কাজ যেহেতু আপনার নিয়মিত দায়িত্বের অন্তর্ভুক্ত নয় তাই আপনি কিছু নিতে চাইলে কর্তৃপক্ষকে জানাতে পারেন। এক্ষেত্রে তারা যদি কিছু  দেন তা নেওয়া আপনার জন্য জায়েয হবে। কিন্তু কর্তৃপক্ষকে না জানিয়ে তা নেওয়া যাবে না।

-আলমুহীতুল বুরহানী ১৫/৬৫; আলবাহরুর রায়েক ৭/১৫৫; শরহুল মাজাল্লাহ, আতাসী ৪/৪৭৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন