রবিউল আখির ১৪৪০ || জানুয়ারি ২০১৯

খালেদ সাইফুল্লাহ - ধামরাই, সাভার

৪৬৭৮. প্রশ্ন

একটি মাসআলার সমাধান জানতে চাই-

بيع الوفاء কী? بيع الوفاء -এর ক্ষেত্রে গ্রহণযোগ্য মত কী? আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলন রয়েছে যে, ঋণগ্রহিতা তার জমি ঋণদাতার কাছে বন্ধক রেখে ঋণ নেয়। আর ঋণদাতা ঋণ পরিশোধ হওয়ার আগ পর্যন্ত জমিটি ভোগ করে। আমরা জানি, এমন লেনদেন অবৈধ। সমাজকে অবৈধ লেনদেন থেকে বাঁচানোর জন্য بيع الوفاء -এর পরামর্শ দেওয়া যাবে কি?

উত্তর

بيع الوفاء হল, বিক্রেতা কর্তৃক ক্রেতার সাথে এভাবে চুক্তি করা যে, আপনার কাছে আমার অমুক সম্পদ বিক্রি করলাম শর্তে যে, আমি যখন এই মূল্য ফেরত দেব তখন আপনিও সে সম্পদ আমার কাছে ফেরত দিবেন। নির্ভরযোগ্য মতানুসারে بيع الوفاء অবৈধ। কেননা একে যদিও ক্রয়-বিক্রয় ধরে নেওয়া হয় কিন্তু অবৈধ শর্তের কারণে (অর্থাৎ বিক্রিত পণ্য পরবর্তীতে ফেরত দেওয়ার শর্তের কারণে) তা নাজায়েয হবে। আর বাহ্যিকভাবে যদিও এটিকে ক্রয়-বিক্রয়ের রূপ দেওয়া হয়েছে কিন্তু এর বাস্তবতা হল ঋণের বিনিময়ে পণ্য বন্ধক রাখা, আর উক্ত বন্ধকী বস্তু থেকে উপকৃত হওয়া। অর্থাৎ بيع الوفاء -কে ঋণের মুনাফা অর্জনের কৌশল হিসেবে গ্রহণ করা হয়েছে। ধরনের হীলা বা অপকৌশলের আশ্রয় নেওয়া জায়েয নয়। সুতরাং ঋণ দিয়ে বন্ধকী জমি ভোগ করার যে প্রচলন সমাজে আছে একে بيع الوفاء -এর রূপ দেওয়া হলেও তা জায়েয হবে না। কেননা এটা সুদ গ্রহণের হীলা-বাহানা। অনেক ফকীহ بيع الوفاء -কে সরাসরি সুদ গ্রহণের হীলা পদ্ধতি বলে আখ্যা দিয়েছেন।

-আলমুহীতুল বুরহানী ১০/৩৬৯; জামিউল ফুসুলাইন /২৩৪; রদ্দুল মুহতার /২৮০; মাজাল্লাতু মাজমাইল ফিকহিল ইসলামী, সংখ্যা ৭৩/৫৫৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন