মুহাম্মাদ সাইদ আহমদ - মুন্সীগঞ্জ
৪৬৭৬. প্রশ্ন
আমাদের মসজিদের ফান্ডের টাকা মসজিদ কমিটি নিজস্ব কাজে ব্যবহার করে। পরবর্তীতে মসজিদের প্রয়োজন পড়লে তা দিয়ে দেয়। শরীয়তে এটা কতটুকু জায়েয?
উত্তর
মসজিদ ফান্ডের টাকা কমিটির হাতে আমানত হিসাবে থাকে। মসজিদ কমিটির জন্য ওই টাকা কোনো অবস্থায় নিজ প্রয়োজনে ব্যবহার করা জায়েয হবে না; বরং তা খেয়ানত হবে। তাই মসজিদের প্রয়োজনের সময় ফিরিয়ে দেওয়ার ইচ্ছা থাকলেও কমিটি নিজ প্রয়োজনে ওই টাকা ব্যবহার করতে পারবে না। তাদের দায়িত্ব সকল টাকা মসজিদ ফান্ডে দ্রুত ফিরিয়ে দেওয়া।
-ফাতাওয়া বায্যাযিয়া ৬/২৭০; খুলাসাতুল ফাতাওয়া ৪/৪২৩; আলবাহরুর রায়েক ৫/২৩৯