রবিউল আখির ১৪৪০ || জানুয়ারি ২০১৯

মুহাম্মাদ আবদুর রহমান - বাগেরহাট, খুলনা

৪৬৭২. প্রশ্ন

নেক সময় মসজিদে যাওয়ার পর ইমামকে সিজদা অবস্থায় পাই। তখন দেখা যায়, কেউ কেউ ওই অবস্থায় ইমামের সঙ্গে নামাযে শরীক হয়ে যায়। আবার অনেকে দাঁড়িয়ে অপেক্ষা করে। যখন ইমাম সিজদা  থেকে দাঁড়ান, তখন নামাযে শরীক হয়। জানার বিষয় হল, ইমামকে সিজদা অবস্থায় পেলে করণীয় কী? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

ইমাম সিজদা অবস্থায় থাকেন বা অন্য অবস্থায় থাকেন, মাসবুক এসে পরবর্তী রাকাতের জন্য অপেক্ষা না করে ইমামের সঙ্গে নামাযে শরীক হয়ে যাবে। একাধিক হাদীসে এ ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

إِذَا جِئْتُمْ وَنَحْنُ سُجُودٌ فَاسْجُدُوا، وَلَا تَعُدّوهَا شَيْئًا، وَمَنْ أَدْرَكَ الرّكْعَةَ فَقَدْ أَدْرَكَ الصَّلَاةَ

অর্থাৎ তোমরা (মসজিদে) এসে যখন আমাদেরকে সিজদায় পাবে, তখন তোমরাও সিজদা করবে। তবে একে (রাকাত) গণ্য করবে না। আর যে (ইমামের সঙ্গে) রুকু পেল, সে ওই নামায (রাকাত) পেল। (সহীহ ইবনে খুযায়মা, হাদীস ১৬২২)

সুতরাং ইমাম সিজদায় থাকলে পরবর্তী রাকাতের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করা ভুল।

-ফাতাওয়া হিন্দিয়া ১/৯১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন