মুহাররাম ১৪৩২ || ডিসেম্বর ২০১০

মুহাম্মাদ আশরাফ - দরগাহ, সিলেট

২০৭৮. প্রশ্ন

জানাযার নামায পড়িয়ে বিনিময় নেওয়া কি জায়েয?


উত্তর

জানাযার নামাযের ইমামতি করে বিনিময় নেওয়া জায়েয নয়।

-খুলাসাতুল ফাতাওয়া ৩/১১৪;আলইখতিয়ার লিতালীলিল মুখতার ২/৬২; তানকীহুল ফাতাওয়াল হামীদিয়া ২/১৩৭-১৩৮; আদ্দুররুল মুখতার ৬/৫৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন