রবিউল আখির ১৪৪০ || জানুয়ারি ২০১৯

আরিফ আহমদ - শেরপুর

৪৬৬৭. প্রশ্ন

আমি গত ঈদে ঈদগাহে গিয়ে দেখি ইমাম সাহেব রুকুতে চলে গেছেন।  আমি নামাযের নিয়ত করে রুকুতে চলে যাই এবং বাকি নামায আদায় করি। জানার বিষয় হল, ইমাম সাহেবকে ঈদের নামাযের রুকুতে পেলে কীভাবে তাকবীর বলব? মাসআলাটির সমাধান জানালে কৃতজ্ঞ থাকব।

উত্তর

ঈদের নামাযে ইমাম সাহেবকে রুকুতে পেলে তাকবীরে তাহরীমা বলার পর সরাসরি রুকুতে চলে যাবে এবং হাত উঠানো ছাড়া রুকুতেই অতিরিক্ত তাকবীরগুলো বলবে। এক্ষেত্রে সময়ে না কুলালে রুকুর তাসবীহ বলতে হবে না।

উল্লেখ্য, যদি অতিরিক্ত তাকবীরগুলো দাঁড়ানো অবস্থায় বলে ইমাম সাহেবকে রুকুতে পাওয়া যায় তাহলে তাকবীরগুলো দাঁড়িয়ে বলে রুকুতে শরিক হবে।

-আলজামেউল কাবীর পৃ. ১১; খিযানাতুল আকমাল ১/৯১; ফাতহুল কাদীর ২/৪৬; আলবাহরুর রায়েক ২/১৬১; রদ্দুল মুহতার ২/১৭২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন