রবিউল আখির ১৪৪০ || জানুয়ারি ২০১৯

মুহাম্মাদ মনিরুল ইসলাম - নাটোর

৪৬৫৯. প্রশ্ন

এক দুর্ঘটনায় আমি হাতে চোট পেলে তাতে ব্যান্ডেজ লাগানো হয় এবং প্রতিদিনই ড্রেসিংয়ের প্রয়োজন হয়। সে স্থানে পানি লাগানো নিষেধ। তাই আমি ব্যান্ডেজের উপর মাসাহ করি। জানার বিষয় হল, যদি আমি ড্রেসিংয়ের আগে ব্যান্ডেজের উপর মাসাহ করে থাকি তাহলে কী ড্রেসিংয়ের পর পুনরায় মাসাহ করতে হবে?

উত্তর

না, মাসাহ করার পর ড্রেসিং করা হলে এ কারণে পুনরায় মাসাহ করা জরুরি নয়। তবে ড্রেসিং করার সময় যদি আপনার ক্ষতস্থান থেকে গড়িয়ে পড়া পরিমাণ রক্ত, পুঁজ বা পানি বের হয় তাহলে আপনার অযু ভেঙ্গে যাবে। এক্ষেত্রে পুনরায় অযু করে ব্যান্ডেজের উপর মাসাহ করতে হবে। আর যদি গড়িয়ে পড়া পরিমাণ রক্ত, পুঁজ বা পানি বের না হয় তাহলে শুধু ব্যান্ডেজ পরিবর্তন বা ড্রেসিংয়ের কারণে আপনাকে অযু বা মাসাহ কিছুই করতে হবে না।

-কিতাবুল আছল ১/৪৪; ফাতাওয়া সিরাজিয়্যাহ পৃ. ২; বাদায়েউস সানায়ে ১/৯০; হালবাতুল মুজাল্লী ১/৩৪৭; আদ্দুররুল মুখতার ১/১৩৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন