মুহাম্মাদ আরমান - কিশোরগঞ্জ
২১৩৮. প্রশ্ন
কদিন আগে এক বন্ধুর কাছে খুব ছোট আকৃতির একটি কুরআন মজীদ দেখলাম। যা খালি চোখে তিলাওয়াত করা কষ্টকর। আমি জানতে চাই, এত ছোট অক্ষরে কুরআন মজীদ লেখা ও ছাপানো জায়েয আছে কি?
উত্তর
কুরআন মজীদ এমনভাবে লেখা উচিত যেন সহজেই তেলাওয়াত করা যায়। এতো ছোট অক্ষরে লেখা ও ছাপানো যাবে না যা স্বাভাবিকভাবে তেলাওয়াত করা যায় না বা কষ্টকর হয়। খুব ছোট অক্ষরে কুরআন শরীফ ছাপানো বা লিখা আদব পরিপন্থী।
হযরত হুকাইমা আলআবদী বলেন, আমরা কুফায় কুরআনের নুসখা লিখতাম। একদিন আলী রা. আমাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। আমাকে দেখে তিনি বললেন, তোমরা কলমের নিব বড় করো। (যেন লেখা স্পষ্ট হয়)। এরপর আমি বড় করে লিখলাম। আলী রা. বললেন, এভাবে (সুন্দর ও স্পষ্ট করে লিখে) তোমরা কুরআনকে আলোকিত কর। যেভাবে আল্লাহ তাআলা আলোকিত করেছেন।
-মুসান্নাফ ইবনে আবী শায়বা ৫/৫০৩, ১৫/৫৪১; মুসান্নাফ আবদুর রাযযাক ৪/৩২৩; আলমুতহাফ ফী আহকামিল মুসহাফ ৪১১; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩২৩; রুদ্দুল মুহতার ৬/৩৮৬