মুহাম্মাদ ইবনে আবদুল বারী - কুনিয়া, নেত্রকোণা
২১৩৭. প্রশ্ন
শুনেছি, কুরআন মজীদ তেলাওয়াত করা সর্বোত্তম যিকির। আমার প্রশ্ন হল, যে সমস্ত দুআ, যিকির নির্দিষ্ট সময়ে পড়ার কথা হাদীসে বর্ণিত হয়েছে সে সময় ঐ দুআ বা যিকির করা উত্তম হবে নাকি কুরআন মজীদ তিলাওয়াত করা উত্তম হবে?
উত্তর
যে সমস্ত দুআ বা যিকির নির্দিষ্ট সময়ে পড়ার কথা হাদীস শরীফে বর্ণিত হয়েছে সে সময় ঐ দুআগুলোই পড়া উত্তম। এ ছাড়া সাধারণ সময় কুরআন মজীদ তিলাওয়াত করা উত্তম।
-কানযুল উম্মাল ১/৫১১; ফায়যুল কাদীর ২/৪৪; শরহুস সহীহ মুসলিম ১৭/৪৯; আলফুতুহাতুর রব্বানিয়্যাহ ৩/২২৬