মুহাম্মাদ ওমর ফারূক (মুসআব) - বাইতুস সালাম, উত্তরা, ঢাকা
২১৩৬. প্রশ্ন
কেউ যদি ইমামের সাথে মাগরিবের শেষ রাকাত অথবা ইশার শেষ দুই রাকাত পায় তাহলে ইমাম সাহেব সালাম ফিরানোর পর বাকি নামায সে কীভাবে আদায় করবে?
উত্তর
ইমামের সাথে মাগরিবের শেষ রাকাত পেলে অবশিষ্ট নামায আদায়ের নিয়ম হল, ইমাম সাহেব উভয় দিকে সালাম ফিরানোর পর দাঁড়িয়ে সূরা-কেরাতসহ দু’রাকাত আদায় করবে। প্রথম রাকাত পড়ার পর তাশাহহুদের জন্য বসবে এরপর দ্বিতীয় রাকাত আদায় করবে।
আর ইশার নামাযে (তদ্রƒপ যোহর ও আসর নামাযে) ইমামের সাথে দুই রাকাত পেলে অবশিষ্ট নামায আদায়ের নিয়ম হল, ইমামের উভয় সালামের পর দাঁড়িয়ে সূরা-কেরাতসহ দু রাকাত আদায় করবে। মাঝে বৈঠক করবে না।
-ফাতাওয়া হিন্দিয়া ১/৯১; রদ্দুল মুহতার ১/৫৯৬