রবিউল আউয়াল ১৪৩২ || ফেব্রুয়ারী ২০১১

মুহাম্মাদ আবু আবদুল্লাহ - রংপুর

২১৩০. প্রশ্ন

স্ত্রীর রেযায়ী মা (দুধ মা)র সাথে দেখা সাক্ষাত করা যাবে কি?

উত্তর

স্ত্রীর রেযায়ী মা স্বামীর জন্য মাহরাম। তাই তার সাথে দেখা করা বৈধ।

-সহীহ বুখারী, হাদীস : ৫০৯৯, ২৪৫১; বাদায়েউস সানায়ে ২/৫৩৮; মাবসূত সারাখসী ৫/১৪১; আলমুহীতুল বুরহানী ৪/৯৩; ফাতাওয়া সিরাজিয়া ৪০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন