রবিউল আউয়াল ১৪৩২ || ফেব্রুয়ারী ২০১১

মুহাম্মাদ উবাইদুল্লাহ - কিশোরগঞ্জ

২১২৯. প্রশ্ন

আমাদের এলাকায় মাঝেমধ্যে সীরাত, তারীখ ইত্যাদি বিভিন্ন বিষয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাগুলোর প্রশ্নপত্র তৈরিসহ অন্যান্য সকল খরচ, এমনকি বিজয়ীদের পুরস্কারের টাকাও সকল প্রতিযোগীদের থেকে নেওয়া হয়। জানতে চাই এভাবে প্রতিযোগিতার আয়োজন করা, অংশগ্রহণ করা বৈধ কি না?

উত্তর

প্রতিযোগীদের অর্থ দ্বারা বিজয়ীদের পুরস্কারের আয়োজন করা জুয়ার অন্তর্ভুক্ত। আর জুয়ার ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, (তরজমা) হে মুমিনগণ নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারণকারী শরসমূহ শয়তানের কাজ। অতএব এগুলো থেকে বেঁচে থাকো।’ (সূরা মায়েদা : ৯০)

সুতরাং প্রতিযোগিতা ও কুইজের বিষয়বস্তু বৈধ ও ভালো হলেও প্রতিযোগীদের অর্থ দ্বারা পুরস্কার দেওয়ার নিয়ম থাকলে তা জুয়ার অন্তর্ভুক্ত হওয়ার কারণে নাজায়েয সাব্যস্ত হবে এবং এতে অংশগ্রহণ করা জায়েয হবে না।

উল্লেখ্য, প্রতিযোগিতার প্রশ্নাবলির বিষয়বস্তু যদি অবৈধ না হয় এবং প্রতিযোগীদের থেকে প্রশ্নপত্রের খরচমূল্যের অতিরিক্ত না নেওয়া হয় তাহলে এ প্রতিযোগিতা নাজায়েয হবে না। বরং ধর্মীয় শিক্ষনীয় বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা এবং তৃতীয় পক্ষ নিজ থেকে পুরস্কার বিতরণ করা একটি প্রশংসনীয় কাজও বটে।

-সূরা মায়িদা : ৯০; তাবয়ীনুল হাকায়েক ৭/৪৬৬; ফিকহুন নাওয়াদিযলা ৩/২১৭; আলমুহীতুল বুরহানী ৯/১৪; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩২৪; বুহুস ফী কাযায়া ফিকহিয়্যা মুআছিরা ২/২৩০; জাওয়াহিরুল ফিকহ ২/৩৪৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন