রবিউল আউয়াল ১৪৩২ || ফেব্রুয়ারী ২০১১

মুহাম্মাদ আবদুল্লাহ - নেত্রকোণা

২১২২. প্রশ্ন

আমার চাচা নতুন বাড়ি নির্মাণ করেছেন। তাতে বরকত হওয়ার উদ্দেশ্যে এবং আপদবিপদ থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে কয়েকজন হাফেয সাহেবকে কুরআন খতমের জন্য অনুরোধ করেন এবং তাদের খেদমতে কিছু হাদিয়া পেশ করেন। আমার জানার বিষয় হল, উক্ত উদ্দেশ্যে কুরআন খতম করিয়ে হাদিয়া দেওয়া জায়েয হয়েছে কি না?

উত্তর

দুনিয়াবী কোনো বৈধ উদ্দেশ্য যেমন-রোগ থেকে মুক্তি বা বিভিন্ন প্রকারের বালামুসিবত থেকে মুক্তি কিংবা ঘরে বরকত অর্জনের লক্ষ্যে কুরআন খতম করানো হলে হাদিয়া দেওয়া জায়েয আছে। উল্লেখ্য, বরকত এবং বিপদাপদ থেকে মুক্তির জন্য করণীয় হল, ঘরকে গুনাহ-মুক্ত রাখা এবং ঈমান-আমলের পরিবেশ যিন্দা করা। মনে রাখা উচিত, কুরআনের হক কুরআন খতম করানো নয়; বরং কুরআন শেখা, তিলাওয়াত করা, খতম করার চেষ্টা করা এবং কুরআনের বিধান অনুযায়ী আমল করা।

-সহীহ মুসলিম ২/২২৪; শরহু মাআনিল আছার ২/২৪৭; ফয়যুল বারী ৩/২৭৬; শিফাউল আলিল ওয়াবাল্লুল গালিল ১/১৫৭; তানকীহুল ফাতাওয়াল হামিদিয়্যাহ ২/১৩৯; রদ্দুল মুহতার ৬/৫৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন