আবীদুর রহমান - মাধবপুর, হবিগঞ্জ
৫৩৪৮. প্রশ্ন
রমযানে রোযা অবস্থায় আমি ভুলে কিছু চাটনি খেয়ে ফেলেছি। প্রশ্ন হল, রোযা অবস্থায় ভুলে কিছু খেলে কি রোযা ভেঙ্গে যায়?
উত্তর
রোযা অবস্থায় ভুলে (অর্থাৎ রোযার স্মরণ না থাকায়) কোনো কিছু খেলে রোযা ভাঙ্গে না। হযরত আবু হুরায়রা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনÑ
إِذَا نَسِيَ فَأَكَلَ وَشَرِبَ فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللهُ وَسَقَاهُ.
কেউ যদি (রোযা অবস্থায়) ভুলে কিছু খায় বা পান করে তাহলে সে যেন রোযা পূর্ণ করে। কারণ আল্লাহ তাআলাই তাকে আহার করিয়েছেন এবং পান করিয়েছেন। (সহীহ বুখারী, হাদীস ১৯৩৩; সহীহ মুসলিম, হাদীস ১১৫৫)
Ñকিতাবুল আছল ২/১৫; বাদায়েউস সানায়ে ২/২৩৭; মুখতারাতুন নাওয়াযিল ১/৪৬৮; আলবাহরুর রায়েক ২/২৭১