শাবান-রমযান ১৪৪২ || মার্চ-এপ্রিল ২০২১

ফয়সাল - উত্তরা

৫৩৩৭. প্রশ্ন

একাকী নামায পড়ার ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে, সূরার তারতীব ঠিক রাখতে পারি না। যেমন প্রথম রাকাতে সূরা কুরাইশআর দ্বিতীয় রাকাতে সূরা আছরপড়ে ফেলি। জানার বিষয় হল, এমতাবস্থায় কি আমার উপর সাহু সিজদা ওয়াজিব হবে?

উত্তর

ফরয নামাযে সূরাসমূহের তারতীব ঠিক রাখা মুস্তাহাব। ইচ্ছাকৃত তারতীব ভঙ্গ করা অনুত্তম। ভুলে কখনো তারতীব ভঙ্গ হয়ে গেলে সমস্যা নেই। এ ভুলের কারণে সাহু সিজদা ওয়াজিব হয় না।

Ñআলমুহীতুল বুরহানী ২/৩১০; খুলাসাতুল ফাতাওয়া ১/৯৭; আলবাহরুর রায়েক ২/৯৪; ইলাউস সুনান ৪/১৪৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন