শাবান-রমযান ১৪৪২ || মার্চ-এপ্রিল ২০২১

হাফিজুর রহমান - ঢাকা

৫৩২৮. প্রশ্ন

সাইকেল থেকে পড়ে গিয়ে আমার হাতে প্রচÐ যখম হয়। ডাক্তার তার উপর ব্যান্ডেজ করে দিয়েছে। ব্যান্ডেজ খোলা কষ্টসাধ্য হওয়ায় তার উপর মাসেহ করে নামায পড়ছিলাম। নামাযের মধ্যে হঠাৎ ব্যান্ডেজটি খুলে পড়ে যায়। সেই অবস্থায় নামায পূর্ণ করি।

আমার জানার বিষয় হল, আমার উক্ত নামায কি সহীহ হয়েছে? মাসেহকৃত ব্যান্ডেজ ক্ষত ভাল হওয়ার আগে খুলে পড়লে কি অযুর কোনো ক্ষতি হয়?

উত্তর

প্রশ্নোক্ত বর্ণনা থেকে বোঝা যাচ্ছে, আপনার ক্ষত ভাল হওয়ার আগেই ব্যান্ডেজটি খুলে গেছে। যদি এমনই হয়ে থাকে তাহলে আপনার অযু নষ্ট হয়নি এবং ঐ নামায আদায় হয়ে গেছে। কেননা ক্ষত ভাল হওয়ার আগে কোনো কারণে ব্যান্ডেজ খুলে পড়লে অযু নষ্ট হয় না। কিন্তু যদি ক্ষতস্থান শুকিয়ে যাওয়ার পর খুলে যায় তাহলে মাসেহ বাতিল হয়ে যায়। নামায অবস্থায় এমনটি ঘটলে নামায ছেড়ে দিয়ে ব্যান্ডেজের স্থানটি ধুয়ে নিয়ে পুনরায় নামায পড়তে হবে।

Ñআলমাবসূত, সারাখসী ১/৭৪; বাদায়েউস সানায়ে ১/৯১; হালবাতুল মুজাল্লী ১/৩৪৭; আলইখতিয়ার ১/৯৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৫; শরহুল মুনইয়া, পৃ. ১১৬; মারাকিল ফালাহ, পৃ. ৭৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন