মুস্তাফীজুর রহমান - ঢাকা
৫৩২৬. প্রশ্ন
একদিন যোহরের নামাযের জন্য অযু করার পর লক্ষ করলাম, ডান হাতের কিছু অংশ শুকনো রয়ে গেছে। তখন আমি পুনরায় অযু করে নিই। জানার বিষয় হল, উক্ত অবস্থায় আমার করণীয় কী ছিল?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে শুধু শুকনো অংশ ধুয়ে নিলেই অযু সম্পন্ন হয়ে যেত। নতুন করে অযু করার প্রয়োজন ছিল না। তা সত্তে¡ও পূর্ণ অযু করে নেওয়া দূষণীয় হয়নি।
ইবনে জুরাইজ রাহ. বলেন, আমি আতা রাহ.-কে বললামÑ
نَسِيتُ شَيْئًا قَلِيلًا مِنْ أَعْضَاءِ الْوُضُوءِ مِنَ الْجَسَدِ. قَالَ: فَأَمِسّهُ الْمَاءَ.
অযুর অঙ্গের কোনো অংশ যদি ধুইতে ভুলে যাই তাহলে কী করণীয়? আতা রাহ. বললেন, ঐ অংশটুকু ধুয়ে নিবে। (মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ১১৩)
Ñশরহু মুখতাসারিত তাহাবী ১/৩২৮; আলহাবিল কুদসী ১/১২১; শরহুল মুনইয়া, পৃ. ৫০; ফাতাওয়া হিন্দিয়া ১/৫; খুলাসাতুল ফাতাওয়া ১/৭