সেলিম হাসান - নরসিংদী
৫৩১২. প্রশ্ন
আমাদের এলাকার মসজিদগুলোতে সাধারণত আলাদা মুআযযিন থাকে না; বরং ইমাম ও মুআযযিন একই ব্যক্তি হয়ে থাকেন। শরীয়তের দৃষ্টিতে এটা কেমন? আর এক্ষেত্রে ইকামত দেবে কে? ইমাম নিজেই, না অন্য কোনো মুসল্লি? সাধরণত দেখা যায়, ইমাম যাকে বলে সে কিংবা নিয়মিত মুসল্লিদের মধ্যে থেকে কোনো একজন ইকামত দিয়ে থাকে।
উত্তর
নির্ধারিত মুআযযিন না থাকলে মুক্তাদীদের মধ্যে সহীহ-শুদ্ধভাবে ইকামত দিতে পারে-এমন কেউ ইকামত দিবেন। এছাড়া ইমামও আযান-ইকামত উভয়টি বলতে পারেন। এতে কোনো অসুবিধা নেই। আর আযান যে দেবে তার অসন্তুষ্টি না থাকলে অন্য যে কেউ ইকামত দিতে পারে। বিশেষত যখন এ দায়িত্বের জন্য নির্ধারিত কোনো ব্যক্তি না থাকে। হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত বিলাল আযান দিয়েছেন এবং হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইকামত দিয়েছেন। (সুনানে আবু দাউদ, হাদীস ৫১২)
-ফাতহুল কাদীর ১/২২৩; ফাতাওয়া খানিয়া ১/৭৯; আলবাহরুর রায়েক ১/২৫৭; বাদায়েউস সানায়ে ১/৩৭৫; খুলাসাতুল ফাতাওয়া ১/৫০; আদ্দুররুল মুখতার ১/৩৯৫