জুমাদাল উলা-জুমাদাল আখিরাহ ১৪৪২ || জানুয়ারি ২০২১

সাকিব - কালকিনি, মাদারীপুর

৫২৮৯. প্রশ্ন

আমাদের কলেজের এক বড় ভাইয়ের সাথে একটি বিষয় নিয়ে ঝগড়া হলে আমি আল্লাহ্র নামে শপথ করে বলেছিলাম যে, আমি আর তার সাথে কথা বলব না। কিন্তু পরবর্তীতে তার সাথে আমার কথা বলতে হয়। রমযানের ছুটিতে দেশে এসে আম্মাকে বললে আম্মা আমাদের গ্রামের আশপাশের ২০জন দরিদ্র লোকদের দাওয়াত দেন এবং তাদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করেন। আমি আম্মাকে বললাম, কাফফারার জন্য তো দশ জনকে দুই বেলা খাওয়াতে হয়। আম্মা বললেন, ভোর রাতে আয়োজন করা কষ্টকর; ২০জনকে একসাথে খাওয়ালেও চলবে। এখন মুহতারামের নিকট জানতে চাচ্ছি, ২০ জনকে একসাথে খাওয়ানোর মাধ্যমে আমার কাফফারা কি আদায় হয়েছে? যদি না হয়, তাহলে এখন আমার করণীয় কী?

উত্তর

বিশজন দরিদ্রকে এক বেলা খাবার খাওয়ানোর দ্বারা কাফফারা আদায় হয়নি। কারণ কসমের কাফফারার ক্ষেত্রে দশ জন দরিদ্রের প্রত্যেককে তৃপ্তিসহকারে দুই বেলা খাবার খাওয়ানো শর্ত। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে কাফফারা আদায়ের জন্য আপনার করণীয় হচ্ছে, তাদের মধ্যে যে কোনো দশ জনকে আরো এক বেলা খাবার খাওয়ানো। আর সেটি সন্ধ্যা বেলাও হতে পারে। এছাড়া আপনি চাইলে তাদের মধ্যে হতে দশ জনকে এক বেলা করে খাবারের টাকাও দিয়ে দিতে পারেন। এতেও কাফফারা আদায় হয়ে যাবে।

-বাদায়েউস সানায়ে ৪/২৬১; ফাতাওয়া খানিয়া ২/১৯; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩০৩; আলবাহরুর রায়েক ৪/১০৯; ফাতাওয়া হিন্দিয়া ২/৬৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন