ইমরান খান - রাজশাহী
৫২৭৭. প্রশ্ন
এক ব্যক্তির পেশাবের সমস্যা। বেশি নড়াচড়া করলে পেশাব বের হয়। তাই সে এতদিন বসে বসে নামায আদায় করত। কিন্তু বর্তমানে তার সমস্যা এতো বেশি বেড়ে গেছে যে, সে যদি জমিনে মাথা লাগিয়ে সিজদা করে তাহলেও তার পেশাব বের হয়ে যায়। এ অবস্থায় সে কীভাবে নামায আদায় করবে? বসে ইশারায় সিজদা করে নামায আদায় করবে, নাকি নিজেকে মাযূর গণ্য করে পুরো নামায যথানিয়মে দাঁড়িয়ে ও রুকু-সিজদা করে পড়বে? এক্ষেত্রে তার নামাযের সহীহ পদ্ধতিটি জানানোর অনুরোধ রইল।
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তি বসে ইশারা করে নামায পড়লে যদি শরীর থেকে নাপাক বের না হয় তাহলে তাকে বসে ইশারাতেই নামায পড়তে হবে। সুস্থ হওয়া পর্যন্ত এটাই তার নামায আদায়ের সহীহ পদ্ধতি।
-শরহুয যিয়াদাত ১/২৩৪; আলমুহীতুল বুরহানী ৩/৩৯; মুখতারাতুন নাওয়াযিল ১/৩৭১; শরহুল মুনয়া, পৃ. ২৬৭; হালবাতুল মুজাল্লী ২/৩২