আসাদ আহমদ - যাত্রাবাড়ি, ঢাকা
৫২৭০. প্রশ্ন
অনলাইনে কিছু ওয়েবসাইট থেকে ক্রয়-বিক্রয় করা যায়। বিগত কয়েক বছর যাবৎ আমি একটি সাইট থেকে পণ্য ক্রয় করে থাকি। কিছুদিন আগে সাইটটি থেকে একটি মেসেজ আসে যে, আগামী পাঁচ দিনের মধ্যে এক হাজার টাকা বা তার চেয়ে বেশি টাকার পণ্য কিনলে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে। এ সময়ে আমার এক বন্ধুর চার শ টাকা মূল্যের একটা পণ্যের প্রয়োজন হলে সে আমাকে তা কিনে দিতে বলে। আমি তাকে এ সাইট থেকে পণ্যটি কিনে দিই। দশ পার্সেন্ট ডিসকাউন্টের কারণে চার শ টাকার বদলে আমাকে তিন শ ষাট টাকা পরিশোধ করতে হয়। ডিসকাউন্টের বিষয়টি আমার বন্ধুর জানা ছিল না। এজন্য সে আমাকে চার শ টাকাই দেয়। আমিও তা নিয়ে নিই এবং খরচ করে ফেলি। জানার বিষয় হল, আমার এ কাজটি কি ঠিক হয়েছে? আমার জন্য অতিরিক্ত চল্লিশ টাকা নেওয়া কি বৈধ হয়েছে?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি হচ্ছেন আপনার বন্ধুর ক্রয় প্রতিনিধি। আর পণ্যের মূল্য থেকে বিক্রেতা কিছু কম রাখলে তা ক্রেতার হক, ক্রয় প্রতিনিধির নয়। সুতরাং সাইটটি যে ডিসকাউন্ট দিয়েছে এর মালিক আপনি নন; বরং আপনার বন্ধু। তাই এ টাকা আপনার নিয়ে যাওয়া জায়েয হয়নি। আপনার কর্তব্য হচ্ছে, টাকাটা তাকে ফিরিয়ে দেওয়া। অবশ্য ডিসকাউন্টের বিষয়টি জানার পর সে যদি খুশি মনে টাকাটা আপনাকে দিয়ে দেয় তাহলে তা নিতে অসুবিধা নেই।
-কিতাবুল আছল ১১/২৮৮; আলমুহীতুল বুরহানী ১৫/৬৫; ফাতাওয়া খানিয়া ৩/২৬; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ৪/৩৫৩; আলবাহরুর রায়েক ৭/১৫৫; ফাতাওয়া হিন্দিয়া ৩/৫৮৮; রদ্দুল মুহতার ৫/৫১৬