রবিউল আখির ১৪৪২ || ডিসেম্বর ২০২০

আমাতুল্লাহ হাবিবা - কেশবপুর, যশোর

৫২৬২. প্রশ্ন

আমি একটি মহিলা মাদরাসায় হিফয বিভাগে পড়ি। আমার এক বছর বয়সে একদিন আমার বড় আপার ননদ আমাকে দুধ পান করান। এ কারণে আমি আপার বাড়িতে গেলে বা তারা আমাদের বাড়িতে আসলে আপা আমাকে দুলাভাইয়ের সাথে দেখা করতে বলেন। আমাকে তার সামনে নিয়ে যান। কিন্তু আমি এখন বড় হয়েছি। বিষয়টা আমার কাছে খুবই সংকোচ লাগে। হুযূরের কাছে জানতে চাচ্ছি, এক্ষেত্রে আমার দুলাভাই কি আমার মাহরাম? আমি কি তার সাথে দেখা করতে পারব? আশা করি বিস্তারিত জানাবেন।

উত্তর

প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার আপার ননদ আপনাকে দুধ পান করানোর কারণে তিনি আপনার দুধ-মা হয়ে গেছেন। হাদীস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

يَحْرُمُ مِنَ الرَّضَاعِ مَا يَحْرُمُ مِنَ النَّسَبِ.

রক্তের (বংশীয়) সম্পর্কের কারণে যেসকল আত্মীয় মাহরাম হয়, দুধ-সম্পর্কের কারণেও (দুধমায়ের) সে সকল আত্মীয় মাহরাম হয়ে যায়। (সহীহ বুখারী, হাদীস ২৬৪৫)

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার দুলাভাই যেহেতু আপনার দুধ-মায়ের ভাই তথা আপনার দুধ-মামা তাই তিনি আপনার মাহরাম। তার সাথে দেখা করা আপনার জন্য বৈধ।

তবে যেহেতু বর্তমান সময়ে সাধারণত দুলাভাইদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের গলদ রেওয়াজ রয়েছে। তাই এসব বিষয়ে সতর্ক থাকা উচিত। দুধ-মামা হিসেবে সামনে গেলেও হাসি-তামাশা থেকে বিরত থাকা কাম্য।

-আলমাবসূত, সারাখসী ৫/১৩৫; আলমুহীতুল বুরহানী ৪/৯৩; আলবাহরুর রায়েক ৩/২২২; আদ্দুররুল মুখতার ৩/২২২-২২৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন