সফর ১৪৪২ || অক্টোবর ২০২০

মাহমূদুল হাসান - চর বেউথা, মানিকগঞ্জ

৫২১২. প্রশ্ন

স্বামী-স্ত্রী পর¯পরকে দুষ্টুমি করে ভাই বোন বলে সম্বোধন করলে কোনো সমস্যা আছে কি না? যেমন, স্ত্রী যদি তার স্বামীকে এই বলে ডাকে যে, ভাই এদিকে আসেন।

উত্তর

স্বামী-স্ত্রী পর¯পরকে ভাই বোন বলে সম্বোধন করা নিষেধ। এক ব্যক্তি তার স্ত্রীকে বোন বলে সম্বোধন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এভাবে সম্বোধন করতে নিষেধ করেন (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৯৫৩১)। তাই দুষ্টুমির ছলেও এভাবে সম্বোধন করা থেকে বিরত থাকবে।

উল্লেখ্য, এভাবে বলে ফেললে এর কারণে তাদের বৈবাহিক স¤পর্কের কোনো ক্ষতি হবে না।

-সুনানে আবু দাউদ, হাদীস ২২১০; মাআলিমুস সুনান ৩/১৩৫; ফাতহুল কাদীর ৪/৯১; আলবাহরুর রায়েক ৪/৯৮; আননাহরুল ফায়েক ২/৪৫৩; রদ্দুল মুহতার ৩/৪৭০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন