আলবাব আহমদ - সিলেট
৫১৯৬. প্রশ্ন
একদিন যোহরের নামাযের সময় প্রথম রাকাতের দ্বিতীয় সিজদাটি ভুলে যাই। তৃতীয় রাকাতের সিজদা আদায় করার পর স্মরণ হলে সাথে সাথে ভুলে যাওয়া সিজদাটি আদায় করে নিই। প্রশ্ন হচ্ছে, এরপর কি এ ভুলের কারণে আমার উপর সিজদায়ে সাহু করা জরুরি ছিল?
উত্তর
হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার জন্য সিজদায়ে সাহু করা জরুরি ছিল। কেননা এক্ষেত্রে আপনি সিজদাটি আদায় করলেও তা বিলম্বে আদায় করেছেন। আর এমন বিলম্বের কারণে সিজদায়ে সাহু করা ওয়াজিব।
-কিতাবুল আছল ১/২০৬; বাদায়েউস সানায়ে ১/৪০১; আলবাহরুর রায়েক ২/৯৪; ফাতহুল কাদীর ১/৪৩৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৭