যিলকদ ১৪৪১ || জুলাই ২০২০

সুমাইয়া হুমাইরা - মানিকগঞ্জ

৫১৫১. প্রশ্ন

আমার বড় ভাগনির ছেলে যখন ছোট ছিল আমি তখন ওর অনেক সেবাযতœ করতাম। এখন ওকে আমার নিজের ছেলের মত মনে হয়। আমি হুযুরের কাছে জানতে চাচ্ছি, সে বড় হলে আমার সাথে কি তার পর্দা করতে হবে?

উত্তর

আপনার ভাগ্নির ছেলে মাহরাম। তার সাথে দেখা দেওয়া জায়েয। তাই আপনারা পরস্পরে দেখা-সাক্ষাৎ করতে পারবেন।

-কিতাবুল আছল ৪/৩৫৮; আহকামুল কুরআন, জাস্সাস ২/১২৩; আলহাবিল কুদসী ১/৩৬৯; ফাতাওয়া হিন্দিয়া

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন