যিলকদ ১৪৪১ || জুলাই ২০২০

জাওয়াদ সাকী - লালমোহন, ভোলা

৫১৩৫. প্রশ্ন

লঞ্চে করে লালমোহন থেকে ঢাকায় আসার পথে খালের মাঝে অতিরিক্ত বাঁক থাকায় আমরা আসরের নামায বিলম্ব করে সূর্য ডোবার আগ মুহূর্তে আরম্ভ করি। নামাযের মাঝে হঠাৎ লঞ্চটি ঘুরতে শুরু করে। তখন ইমাম সাহেবও ঘুরতে থাকেন। আর ইমাম সাহেবের দেখাদেখি মুসল্লিরাও ঘুরতে থাকে। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, ইমাম সাহেব ঘুরার সাথে সাথে ডান দিকে ঘেষে এক-দু পা করে হাঁটতেও থাকেন। বিষয়টি আমার কাছে অদ্ভুত লাগায় পাশের ভাইকে জিজ্ঞেস করলে সে এ বলে উত্তর দেয় যে, হয়ত কিবলা ঠিক রাখার জন্য সকলে ঘুরতে থাকে। অন্যথায় পূর্বদিকে ফিরে নামায আদায় করা হত। আর ইমাম সাহেব যদি তখন না হাটতেন তাহলে মুসল্লিদের পিছনে চলে যেতেন। তাই হয়ত তিনিও হেঁটেছেন। হুযুরের কাছে জানতে চাচ্ছি, আমাদের উক্ত নামায আদায় হয়েছে কি?

উত্তর

লঞ্চ বা স্টীমারের ঘুরে যাওয়ার কারণে যদি নামাযীর কিবলাও ঘুরে যায় তাহলে কিবলা ঠিক রাখার জন্য তাকেও ঘুরে যেতে হবে। তাই প্রশ্নোক্ত অবস্থায় কিবলা ঠিক রাখার জন্য আপনাদের ঘুরে যাওয়া ঠিক হয়েছে। এক্ষেত্রে প্রয়োজন হলে এক-দু পা করে হাঁটারও অবকাশ আছে। তাই উক্ত ইমামের হেঁটে মুসল্লিদের সামনে যাওয়া দূষণীয় হয়নি।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৬৬৪০; কিতাবুল আছল ১/২৬৯; আলহাবিল কুদসী ১/২২৮; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৪; আলমুহীতুল বুরহানী ২/১৫৯; রদ্দুল মুহতার ২/১০২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন