তানভীর - মোহাম্মাদপুর, ঢাকা
৫১১৬. প্রশ্ন
আমার নানীর ইন্তেকালের পর নানা আবার বিবাহ করেন। বিবাহের কয়েক মাস পরে নানাও মারা যান। এরপর থেকে সৎনানী তার ভাইদের সাথে থাকেন। এখন তার আর্থিক অবস্থা বেশি ভাল না। তাই আমার আম্মা চাচ্ছেন যাকাতের টাকা থেকে কিছু টাকা তার সৎ মাকে দিতে। প্রশ্ন হল, এর দ্বারা কি আমার আম্মার যাকাত আদায় হবে?
উত্তর
আপনার সৎনানী যদি যাকাত গ্রহণের উপযুক্ত হন তাহলে আপনার আম্মা তাকে যাকাত দিতে পারবেন। সৎমাকে যাকাত দেওয়া জায়েয আছে।
-ফাতাওয়া তাতারখানিয়া ৩/২১১; আলবাহরুর রায়েক ২/২৪৩; রদ্দুল মুহতার ২/৩৪৬