শাওয়াল ১৪৪১ || জুন ২০২০

শহীদুল ইসলাম - নোয়াখালী

৫১১৫. প্রশ্ন

আমি গাড়ি কেনার জন্য কয়েক বৎসর যাবৎ ব্যাংকে টাকা জমা করি। কিছুদিন আগে মূল জমা টাকা উঠিয়ে গাড়ি কিনে ফেলি। কিন্তু টাকাগুলো এতদিন ব্যাংকে থাকার কারণে প্রায় দেড় লক্ষ টাকা সুদ আসে। জানার বিষয় হল, আমার কি এই দেড় লক্ষ টাকার যাকাত দিতে হবে?

উত্তর

সুদের টাকা সম্পূর্ণ হারাম। এর পুরোটাই সওয়াবের নিয়ত ছাড়া গরিব-মিসকীনকে সদকা করে দেওয়া ওয়াজিব। এতে যাকাতের বিধান প্রযোজ্য নয়। যাকাতের বিধান কেবল বৈধ সম্পদের ক্ষেত্রেই প্রযোজ্য। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে উক্ত টাকা পুরোটাই সওয়াবের নিয়ত ছাড়া দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিতে হবে।

-আননুতাফ ফিল ফাতাওয়া পৃ. ১১২; জামেউর রুমূয ১/২৯৯; ফাতাওয়া বাযযাযিয়া ৪/৮৬; আননাহরুল ফায়েক ১/৪১৩; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৪০৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন