শাওয়াল ১৪৪১ || জুন ২০২০

রাকিব - ফুলপুর

৫১০৮. প্রশ্ন

আমাদের এলাকায় একটি বিষয় নিয়ে বেশ কিছুদিন যাবৎ মতবিরোধ চলে আসছে। তা হল, জানাযার নামাযে ইমাম সাহেব মায়্যেতের কোন্ বরাবর দাঁড়াবেন? সিনা বরাবর, নাকি কোমর বরাবর? এবং এক্ষেত্রে পুরুষ-মহিলার কেনো পার্থক্য হবে কি না? মুফতী সাহেবের কাছে এ বিষয়ের সঠিক সমাধান কামনা করছি।

উত্তর

জানাযার নামাযে ইমাম সাহেবের জন্য উত্তম হল, মায়্যেতের সিনা বরাবর দাঁড়ানো। নির্ভরযোগ্য মতানুযায়ী এক্ষেত্রে পুরুষ-মহিলার কোনো পার্থক্য নেই।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১১৬৭২; আলজামেউস সাগীর, ইমাম মুহাম্মাদ পৃ. ৭৯; আলমাবসূত, সারাখসী ২/৬৫; আলমুহীতুল বুরহানী ৩/৭৩; শরহুল মুনয়া পৃ. ৫৮৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন