আবিদ হাসান - ঢাকা
৫১০০. প্রশ্ন
গত কুরবানীর ঈদে ঈদগাহে যেতে আমার দেরি হয়ে যায়। আমি ঈদগাহে গিয়ে দেখি ইমাম সাহেব প্রথম রাকাতে কেরাত পড়ছেন। তখন আমি তাকবীরে তাহরীমা বলে জামাতে শরীক হই। নামায শেষে পাশের মুসল্লি আমাকে বললেন, ‘আপনার ছুটে যাওয়া তাকবীরগুলো শুরুতেই আদায় করে নিতে হত।’ জানতে চাই, লোকটি কি ঠিক বলেছে? ঈদের নামাযে প্রথম রাকাতের কেরাত অবস্থায় জামাতে শরীক হলে তাকবীর আদায়ের নিয়ম কী?
উত্তর
উক্ত লোকটি ঠিকই বলেছে। ঈদের নামাযে প্রথম রাকাতের কেরাত অবস্থায় কেউ জামাতে শরীক হলে তাকবীরে তাহরীমা বলার পর অতিরিক্ত তাকবীরগুলো নিজে নিজে বলে নেওয়া নিয়ম। আপনার তা করা উচিত ছিল। তবে আপনার নামায আদায় হয়ে গেছে।
-বাদায়েউস সানায়ে ১/৬২২; আলমুহীতুল বুরহানী ২/৪৯২; খিযানাতুল আকমাল ১/৯১; হালবাতুল মুজাল্লী ২/৫৯; আলবাহরুর রায়েক ২/১৬১