মুহাম্মাদ আসলাম - ঢাকা
৫০৯৯. প্রশ্ন
আমার দুলাভাই বাসায় আসলে মাঝেমধ্যে আমার বোনকে নিয়ে একসাথে জামাতে নামায পড়েন। দুলাভাই কিছুটা সামনে দাঁড়ান আর বোন এক পাশে একটু পেছনে দাঁড়ায় এবং তাদের দু’জনের মাঝে একটা চেয়ারও থাকে। আম্মু বলছেন, স্বামী-স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে নামায পড়লে স্বামীর নামায হয় না। এখন জানার বিষয় হল, উল্লেখিত সুরতে কি আসলেই তাদের নামায হয় না?
উত্তর
হাদীস শরীফে মহিলাদেরকে পুরুষের পেছনে দাঁড়াতে নির্দেশ করা হয়েছে। তাই স্বামী-স্ত্রী দুজনে মিলে নামায পড়লেও স্ত্রী পেছনের কাতারে দাঁড়াবে। তবে প্রশ্নোক্ত ক্ষেত্রে উভয়ের নামায হয়ে গেছে।
-সুনানে আবু দাউদ, হাদীস ৬১২, ৬৭৮; আলমুহীতুল বুরহানী ২/২০৪; আলহাবিল কুদসী ১/২১৪; তাবয়ীনুল হাকায়েক ১/৩৫২; আদ্দুররুল মুখতার ১/৫৭৩