শাবান-রমযান-১৪৪১ || এপ্রিল- মে ২০২০

সালমান হোসেন - খুলনা

৫০৮৩. প্রশ্ন

আমাদের মসজিদে প্রতি শুক্রবার ফজরের নামাযে ইমাম সাহেব সূরা আলিফ-লাম-মিম সাজদা তিলাওয়াত করেন। গত শুক্রবার ফজরের নামায শুরু হলে আমি মসজিদের এক কোণে সুন্নত পড়ছিলাম। এ সময় ইমাম সাহেব সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদা করেন। আমি শরীক হতে পারিনি। এরপর আমার সুন্নত পড়া শেষ হলে উক্ত রাকাতে রুকুর আগে আমি ইমামের সাথে শরীক হই। জানার বিষয় হল, আমার কি পরবর্তিতে তিলাওয়াতে সিজদা আদায় করতে হবে?

উত্তর

উক্ত রাকাতের রুকু পাওয়ার কারণে ঐ রাকাত এবং এর সব আমলই পেয়ে গেছেন বলে ধর্তব্য হবে। তাই এক্ষেত্রে আপনার সিজদায়ে তিলাওয়াতও আদায় হয়ে গেছে। আপনাকে পুনরায় তা আদায় করতে হবে না। কারণ, রুকু পেলে ওই রাকাতের কেরাত, দুআয়ে কুনুত, সিজদায়ে তিলাওয়াত সবকিছু পেয়েছে বলে ধর্তব্য হয়।

Ñকিতাবুল আছল ১/২৭৯; জামেউস সাদরিশ শাহীদ পৃ. ১৭২; ফাতহুল কাদীর ১/৪৬৯; শরহুর মুনয়া পৃ. ৫০১; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী পৃ. ২৬৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন