হাম্মাদ - পল্লবী, ঢাকা
৫০৭৪. প্রশ্ন
আমি গত কয়েকদিন আগে জামাতের সাথে মসজিদে যোহর নামায পড়ছিলাম। আমার দু-একজন পরে একজন বৃদ্ধ মুরব্বী চেয়ারে বসে নামায পড়ছেন। বৃদ্ধের পাশে আরো দু-একটি চেয়ার ছিল। ইমাম সাহেব যখন রুকুর তাকবীর বললেন তখন মুরব্বী রুকু থেকে ওঠার সময় পাশে রাখা চেয়ারে হাত লাগার কারণে একটু জোরে আওয়ায হয়। আওয়ায শুনে বৃদ্ধের বরাবর সামনের কাতারে দাঁড়ানো লোকটা সিনা না ঘুরিয়ে পেছনে মাথা ফিরিয়ে তাকিয়ে দেখলেন। পরে সাথে সাথে আবার কেবলার দিকে ফিরে গেলেন। অতঃপর বাকি নামায যথা নিয়মে আদায় করেন। জানার বিষয় হল, তার নামায কি শুদ্ধ হয়েছে?
উত্তর
বাস্তবেই যদি ঐ মুসল্লী শুধু মাথা ঘুরিয়ে থাকেন তার সিনা কেবলার দিক থেকে না ঘোরে তাহলে তার নামায আদায় হয়ে গেছে। তবে এভাবে নামাযে মাথা ঘুরানো বা এদিক-সেদিক তাকানো মাকরূহ। বিনা প্রয়োজনে এমন করা খুশু-খুযু পরিপন্থী।
Ñআলমুহীতুল বুরহানী ২/২৩; খুলাসাতুল ফাতাওয়া ১/৭০; আততাজনীস ওয়াল মাযীদ ১/৪২২; শরহুল মুনয়া পৃ. ২২৩; আলবাহরুর রায়েক ১/২৮৫