শাবান-রমযান-১৪৪১ || এপ্রিল- মে ২০২০

রাফিউল ইসলাম - বনানী, ঢাকা

৫০৭১. প্রশ্ন

গত রমযানে একদিন আমাদের মসজিদের হাফেজ সাহেব হঠাৎ অসুস্থ হয়ে যান। অসুস্থতার কারণে তিনি বসেবসেই রুকু-সিজদার সাথে তারাবীহ্র ইমামতি করেন। এবং আমাদেরকে উনার পিছনে দাঁড়িয়েই ইক্তিদা করতে বলেন। উনার কথা মত আমরা দাঁড়িয়েই ইক্তিদা করি। কিন্তু বিষয়টি নিয়ে আমার বেশ সংশয় হচ্ছে। তাই জানতে চাচ্ছি যে, এভাবে বসে ইমামতি করা ও তার পিছনে ইক্তিদা করা কি জায়েয আছে? এবং আমাদের ঐ দিনের তারাবীহ কি সহীহ হয়েছে?

উত্তর

ইমাম যমিনে বসে সমতলে সিজদা করে নামায পড়লে তার পেছনে সুস্থ ব্যক্তিদের দাঁড়িয়ে ইক্তেদা করা সহীহ। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাদের ঐ দিনের তারাবীহ সহীহ হয়েছে। অবশ্য ইশারায় সিজদাকারীর পেছনে সুস্থ ব্যক্তিদের ইক্তেদা সহীহ নয়।

Ñসহীহ বুখারী, হাদীস ৬৮৯; উমদাতুল কারী ৫/২১৯; ফাতাওয়া খানিয়া ১/২৪৩; খুলাসাতুল ফাতাওয়া ১/৬৫; হালবাতুল মুজাল্লী ২/৩৬৯; ফাতাওয়া বায্যাযিয়া ১/৩০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন