হাসান - কুষ্টিয়া
৫০৭০. প্রশ্ন
আমি সেদিন বিতির নামাযে তৃতীয় রাকাতে ভুলে কুনূত না পড়ে রুকুতে চলে যাই। পরে রুকুতে স্মরণ হয়Ñ আমি কুনূত পড়িনি। তাই দাঁড়িয়ে যাই এবং দাঁড়িয়ে কুনূত আদায় করি। জানার বিষয় হল, আমি কি দ্বিতীয়বার রুকু করব? এভাবে রুকু থেকে দাঁড়িয়ে যাওয়া কি ঠিক হল?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে দ্বিতীয়বার রুকু করতে হবে না।
উল্লেখ্য যে, রুকুতে কুনূতের কথা স্মরণ হওয়ার পর দাঁড়িয়ে যাওয়া উচিত হয়নি; বরং অবশিষ্ট নামায শেষ করে সাহু সিজদা করে নিলেই তা নিয়মসম্মত হত।
Ñবাদায়েউস সানায়ে ১/৬১৫; ফাতাওয়া সিরাজিয়া পৃ. ১৯; ফাতাওয়া খানিয়া ১/১০৬; হালবাতুল মুজাল্লী ২/৪৪৮