মুহাম্মাদ হুমায়ূন - গোপালগঞ্জ
৫০৫২. প্রশ্ন
মুহতারাম, আমি একটি দ্বীনী প্রতিষ্ঠানের খাদেম। বছরের শুরুতে বা শেষে তাফসীলি সাফাইয়ের পর ছাত্র ভাইয়েরা যে ময়লা আমাকে ফেলার জন্য দেয়, তাতে উল্লেখযোগ্য পরিমাণ কলম, পেন্সিল, রাবারজাতীয় জিনিসপত্র থাকে। এগুলো তাদেরকে রেখে দিতে বললে তারা রাখতে চায় না; বরং জানায়- ‘এগুলো সারা বছর কামরায় পড়ে থাকে। কেউ নেয় না। খোঁজও করে না। আপনি চাইলে এগুলো রেখে দিতে পারেন কিংবা ফেলেও দিতে পারেন।’ মুহতারামের নিকট আমার জিজ্ঞাসা হল, আমি কি এগুলো ব্যবহার করতে পারব?
উত্তর
এগুলো যেহেতু মালিকের পক্ষ থেকে খোঁজা বা চাওয়ার সম্ভাবনা নেই, তাই আপনি চাইলে তা নিজেও ব্যবহার করতে পারবেন। কিংবা কাউকে দিয়ে দিতে পারবেন।
-মুখতারাতুন নাওয়াযিল ২/৩১৯; ফাতহুল কাদীর ৫/৩৫২; ফাতাওয়া হিন্দিয়া ২/২৯০; রদ্দুল মুহতার ৪/২৭৮