রজব ১৪৪১ || মার্চ ২০২০

মুনিরুজ্জামান - জামালপুর

৫০৪২. প্রশ্ন

জামাতে নামায আদায় করা অবস্থায় মাঝে মাঝে আমার তাশাহহুদ শেষ হওয়ার আগেই ইমাম সাহেব তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যান।

এমতাবস্থায় আমার করণীয় কী? আমি কি তাশাহহুদ পূর্ণ করে দাঁড়াব, না তাশাহহুদ অসমাপ্ত রেখেই ইমামের সাথে দাঁড়িয়ে যাব?

উত্তর

মুক্তাদীর জন্য তাশাহহুদ পূর্ণ করা আবশ্যক। তাই তাশাহহুদ শেষ হওয়ার পূর্বেই যদি ইমাম তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যান, তাহলে মুক্তাদী নিজের তাশাহহুদ পূর্ণ করে দাঁড়াবে। তৎক্ষণাৎ দাঁড়িয়ে যাবে না।

-খুলাসাতুল ফাতাওয়া ১/১৫৯; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১০৮; মুখতারাতুন নাওয়াযিল ১/২৯৯; শরহুল মুনয়া পৃ. ৫২৭; রদ্দুল মুহতার ২/১২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন