আবরার - শেরপুর
৪৯৯০. প্রশ্ন
আমি অনেক সময় ইমামকে রুকুতে গিয়ে পাই। প্রশ্ন হল তখন আমি ছানা পড়ে রুকুতে যাবো না সরাসরি তাকবির বলে রুকুতে চলে যাবো? এ সময় ছানা পড়ার বিধান কী?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে ছানা পড়বে না। বরং দাঁড়িয়ে তাকবীরে তাহরীমা বলে হাত ছেড়ে দেবে। অতপর রুকুর তাকবীর বলে ইমামের সাথে রুকুতে শরীক হয়ে যাবে। এক্ষেত্রে তাকবীরে তাহরীমার পর ছানাও পড়বে না এবং হাতও বাঁধবে না।
-আলফাতাওয়া মিন আকাবিলিল মাশায়েখ পৃ. ৭৭; খুলাসাতুল ফাতাওয়া ১/১৫৯; ফাতাওয়া খানিয়া ১/৮৮; আলহাবিল কুদসী ১/১৮৫; ফাতাওয়া তাতারখানিয়া ২/১৯৬; ফাতহুল কাদীর ১/৪২১