খালেদ - কুমিল্লা
৪৯৫০. প্রশ্ন
মসজিদের চত্বরে বসে নামাযের জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ কবুতরের বিষ্ঠা জামায় এসে পড়ে। পরে টিস্যুপেপার দিয়ে মুছে নামায পড়েছি। আমার জানার বিষয় হল, উক্ত কাপড় পরে নামায সহীহ হয়েছে, নাকি ওই নামায পুনরায় পড়তে হবে?
উত্তর
কবুতর ও হালাল পাখির বিষ্ঠা নাপাক নয়। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত কাপড় পরিধান করে নামায আদায় করা সহীহ হয়েছে। পুনরায় ওই নামায পড়তে হবে না। তবে হালাল পাখির বিষ্ঠা নাপাক না হলেও তা যেহেতু ময়লা তাই সম্ভব হলে নামাযের আগে তা ধুয়ে নিবে।
-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১২৬১; কিতাবুল আছল ১/২৫; বাদায়েউস সানায়ে ১/১৯৮; আননাহরুল ফায়েক ১/৮৫; খুলাসাতুল ফাতাওয়া ১/৪৪; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী পৃ. ২২